বান্দরবানে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

33

বান্দরবানে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের ইসলাম পুর ও টাংকির পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত অসহায় পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বান্দরবান সেনা জোনের রেজিম্যান্ট মেডিকেল অফিসার ক্যাপ্টেন সানাউল্লাহ এর নেতৃত্বে একদল সেনা সদস্য দুর্গম পাহাড়ি এলাকা ঘুরে ঘুরে অসহায়দের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। যাতে করে হতদরিদ্র মানুষেরা যেন অভুক্ত না থাকে এবং জীবিকার উদ্দেশ্যে বাসার বাইরে বের না হয়। এসময় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং মাস্ক পরিধান করতে স্থানীয় জনসাধারণকে সচেতন করেন তারা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল ও আলু।
জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান এর নির্দেশনায় গত ২৫ শে মার্চ ২০২০ তারিখ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে।