বান্দরবানে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া

58

যেকোন অগ্নিকান্ড নির্বাপন, ভূমিকম্প হলে করণীয় ও উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে বান্দরবানে অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা পার্বত্য জেলা পরিষদের কর্মর্কতা ও কর্মচারীদের অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এয়ার জাম্পিং প্যাক, রুপ ¯ø্যাইডিং, অটোস্কেপ, গ্যাসের বোতল থেকে সংঘটিত আগুন নিভানো ও প্রাথমিক চিকিৎসা সর্ম্পকে উপস্থিত সকলকে প্রশিক্ষণ প্রদান দেয়। এসময় অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক মহড়ায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. কামাল উদ্দীন ভূঁইয়া, স্টেশন অফিসার মো. ইসলাম হোসেন, ফায়ার লিডার রাম প্রসাদ দাশ ও রাহামত উল্লাহসহ বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এ ধরণের অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া সকল প্রতিষ্ঠানে পরিচালনা করা দরকার। চেয়ারম্যান আরো বলেন, এ ধরণের মহড়ার মাধ্যমে সকলে সচেতন হয় এবং অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প সর্ম্পকে আরো অধিক জ্ঞান লাভ করে। বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. কামাল উদ্দীন ভূঁইয়া বলেন, জনসাধারণকে সচেতন করার জন্য আমাদের এ অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক মহড়া। আমরা এ মহড়ার মাধ্যমে জনগণকে আগুনের ধরন ও নিভানোর সর্ম্পকে বিস্তারিত ধারণা দিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, বান্দরবানের জনগণের সুরক্ষায় আমরা বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নতুন এয়ার জাম্পিং প্যাক, রুপ স্ল্যাইডিং, অটোস্কেপ এ তিনটি সরঞ্জাম এনেছি। এর মাধ্যমে এখন থেকে সাধারণ জনসাধারণ অনেকটাই উপকৃত হবে যে কোন ধরণের অগ্নিকান্ড সংঘটিত হলে।