বান্দরবানের চার বিএনপি নেতা কারাগারে

56

বান্দরবানের পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটককৃত চার বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার বিকালে বান্দরবান চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো. হাসান এই নির্দেশ দেন। তারা হলেন-বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, সদর উপজেলা বিএনপি নেতা সারওয়ার জামাল, পৌর ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও সদর উপজেলা যুবদল নেতা হেলাল হোসেন। এর আগে শনিবার বিক্ষোভ মিছিলের পর বান্দরবানের বিভিন্ন স্থান থেকে চার বিএনপি নেতাকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে জিআর ১০/১৯ নং মামলা রুজু করেন বাদী বান্দরবান সদর থানার পিএসআই প্রিয়েল তালিব। মামলায় ১৫জন এজাহারভুক্তসহ ৭০-৮০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
এদিকে মামলা চলাকালীন বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভিড় জমান বিএনপির নেতাকর্মীরা। এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সাচিং প্রু জেরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচী শেষে বিএনপি নেতাকর্মীদের আটক ও বাড়িতে তল্লাশির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন- মধ্যরাতের ভোটের সরকারের দুঃশাসনে এখন মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তাটুকু নেই। ঘর থেকে বের হয়ে নিরাপদে বাড়ি ফেরার সামন্যতম গ্যারান্টি নেই। বান্দরবান জেলায় যুবদলের শান্তিপূর্ণ কর্মসূচী শেষে বিএনপি ও জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বাড়িতে পুলিশি তল্লাসির ঘটনা আওয়ামী জুলুমবাজ সরকারের নিষ্ঠুর শাসনেরই নিরবচ্ছিন্ন অংশ। তিনি অবিলম্বে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ওসমান গণিসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান। পাশাপাশি জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিমুল দাশের বাড়িতে তল্লাশি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রসঙ্গত,শনিবার দুপুরে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি ও বিচারপতি শামসুদ্দিন মানিক কর্তৃক জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পর বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, সদর উপজেলা বিএনপি নেতা সারওয়ার জামান, পৌর ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও সদর উপজেলা যুবদল সাধারণ সম্পাদক হেলাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।