বাদ বোল্ট-গ্র্যান্ডহোম

14

ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনের দ্বিতীয় টেস্ট থেকে নিশ্চিতভাবে ছিটকে গেলেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। তার সঙ্গে বাদ পড়েছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ড হোমও। দুজনে ছিটকে গেছেন ইনজুরির কারণে। অলরাউন্ডারের বদলি হিসেবে টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন আরেক অলরাউন্ডার ড্যারিল মিচেল। পেসার বোল্টের বদলি হিসেবে লড়াইটা হচ্ছে ম্যাট হেনরি ও লকি ফার্গুসনের মাঝে। সর্বাগ্রে শোনা যাচ্ছে হেনরির নামটাই। প্রথম টেস্টের শেষ দিন এক ওভারের বেশি বল করতে পারেননি বোল্ট। বুকের পাঁজরের ব্যথায় বের হয়ে যান মাঠ থেকে। এমআরআই স্ক্যানের পর দেখা গেছে বুকের পেশীতে জটিলতা আছে তার। অপর দিকে কলিন ডি গ্র্যান্ডহোমেরও সমস্যা দেখা গেছে পেটের নিচুর দিকের পেশিতে।