বাদ্যযন্ত্রের নতুনত্বে ‘এসো হে বৈশাখ’

52

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের প্রধান সংগীত ‘এসো হে বৈশাখ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ এই গানটি এবার শ্রোতাদের কাছে এলো নতুন আবহে। সংগীতায়োজক পৃথ্বীরাজ জানান, গানটির কথা-সুর ঠিক রেখে ভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার করেছেন তিনি। যেমনটা এর আগে হয়নি। গানটিতে কণ্ঠ দিয়েছেন চার প্রজন্মের কণ্ঠশিল্পী! পৃথ্বীরাজ বলেন, ‘বিশ্বখ্যাত কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা’র বোতলকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করেছি গানটির সংগীতায়োজনে। আশা করছি নতুন একটা স্বাদ পাবেন শ্রোতারা।’ কালজয়ী এই গানটিতে এবার কণ্ঠ দিলেন, সাদি মহম্মদ, বাপ্পা মজুমদার, লিংকন, কতা, তপু, শুভ, ঐশী, নাফিস, লিজা, নন্দিতা ও ঋতুরাজ। প্রজন্ম থেকে প্রজন্মে পহেলা বৈশাখের রঙ আর সুরের ভালোবাসাকে ছড়িয়ে দিতেই কোকাকোলা বাংলাদেশের এই উদ্যোগ। গানটি কোকাকোলার ফেসবুক পেইজে প্রকাশ হয়েছে ১১ এপ্রিল।