বাদলা দিনে

66

ঈশান কোণে উড়ছে কত কালো-মেঘ
তারপাশে খুব শুভ্র-সাদা ভালো-মেঘ।
ভালো মেঘ ও কালো মেঘের ইশারায়
এই প্রকৃতি সূর্যেরও হদিস হারায়।

উড়ছে ধুলো দুষ্টু-ফাজিল বাতাসে
করছে ক্ষেপে ইচ্ছেমতোন যা তা সে!
ঠান্ডা হাওয়ায় হচ্ছে শীতল খুবই গা
খুব কাদাটে-মাঠ হয়েছে ‘দু-বিগা’।

চল দু-বিগায় খেলবো সবাই দারিচা
পুকুর থেকে ধরবো টাকি আর ‘ইচা’।
বাঁধন ছিঁড়ে বাইবো জেলের নৌকো রে
পুকুরটাকে ফেলবো না’য়ের বউ কোরে।

রংধনুদের ইশ কতদিন দেখি না
গোমড়ামুখি ঢের হয়েছে সে-কিনা!
আজকে যদি একটু রঙের পাক আসে
রংধনু ঠিক রং ছড়াবে আকাশে।

চোখ রাঙাবো সাতটি রঙের আবিরে
খেলতে এবং ভিজতে কে কে যাবি রে?