বাণীগ্রাম প্রাইমারী স্কুলে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ

53

বাঁশখালী উপজেলার প্রথম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মা সমাবেশ, বার্ষিক পুরষ্কার বিতরণ, প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ উদ্বোধন ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ মিত্র চৌধুরী’র বিদায় সংবর্ধনা’ গত ২৮ ফেব্রæয়ারী ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ মিত্র চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কে.এম. মোসতাক আহমেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী ও বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি কে.এম. সালাহ্উদ্দীন কামাল। প্রধান শিক্ষক সুমন দে’র স্বাগত বক্তব্যে শিক্ষিকা পান্না দাশ গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধনপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান করুণাময় ভট্টাচার্য্য, ইউপি সদস্য পার্বতী দে, আব্দুল হক, আলমগীর বাদশা, মো. রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধ মো. ইসমাইল ও কমিটির সহ-সভাপতি অপর্ণা চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি