বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পরিষদের মতবিনিময় সভা

87

সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম. হারুন-অর-রশিদ বীর প্রতীক (অব.) বলেছেন, বিগত দশ বছর ধরে সরকার চট্টগ্রামের উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দসহ আনুষঙ্গিক সবকিছু এনে দেওয়া সত্যেও কাঙ্খিত সাফল্য আসছে না। প্রায় ২০টি প্রতিষ্ঠান এসব উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করলেও তাদের মধ্যে কোন সমন্বয় নেই, এমনকি এ প্রসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কোন লোকও নেই। গত ৩ অক্টোবর নগরীর স্টেশন রোডস্থ একটি হোটেলের হলরুমে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পরিষদ (বারাবাপ) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী গোলাপ রহমান ও মহাসচিব সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এসএম সিরাজুদ্দৌলা। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারাবাপ’র নির্বাহী সভাপতি অধ্যক্ষ ডা. আবদুল করিম, নগর বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার আলী আশরাফ, প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ, চসিক সাবেক ভারপ্রাপ্ত মেয়র চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও বারাবাপ’র সহ-সভাপতি অধ্যাপক রেখা আলম চৌধুরী, বারাবাপ’র সহ-সভাপতি এড. এসএম কামাল উদ্দিন, প্রফেসর ড. হেলাল উদ্দিন, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, অধাপিকা আলেয়া চৌধুরী, আবছার মাহফুজ, চিত্রশিল্পী শোয়েব ফারুকী, সোহেল-উদ-দোজা, রেজাউল বারি, ইমরান মিয়া চৌধুরী, কবির আহম্মদ চৌধুরী, আলমগীর রানা, এহসান উল্লাহ জাহেদী, ভূপেন দাশ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম. হারুন-অর-রশিদ বীর প্রতীককে (অব.) বাণিজ্যিক রাজধানীর বুলেটিন প্রদান করা হয়। বিজ্ঞপ্তি