বাজে ব্যাটিংয়ে হেরে সিরিজ শুরু ‘এ’র মেয়েদের

26

ভারত নারী ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার মাশুল গুণে বাজেভাবে হেরে মিশন শুরু করেছে বাংলাদেশ ‘এ’র মেয়েরা। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে লিড নিয়েছে সফরকারীরা। শুক্রবার চট্টগ্রামে শুরুতে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে কেবল ১০৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’। জবাব দিতে নেমে ৩৭.৫ ওভারে ৮ উইকেট অক্ষত রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত ‘এ’।
টস জিতে ব্যাটিংয়ে নেমে টিম টাইগ্রেস ‘এ’ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনমতে একশ ছোঁয়। চার ব্যাটার দুইঅঙ্ক ছুঁলেও বিশের ঘর স্পর্শ করা হয়নি কারোরই।
নিগার সুলতানা ও ফাহিমা খাতুনের ব্যাটে এসেছে সমান ১৭ রান করে, যা সর্বোচ্চ। দিব্যাদর্শিনী ও কানওয়ার ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন। তনুশ্রীর দখলে গেছে ২টি।
ভারত জবাব দিতে নামলে ওপেনার মেঘানাকে (১২) রুমানা এলবিডবিøউ করলে শুরুতেই সাফল্য পায় স্বাগতিকরা। শিলা পরে দেবিকাকে (৮) মুর্শিদার ক্যাচ বানালেও লাভ হয়নি।
আরেক ওপেনার নুজহাত অপরাজিত ৫১ ও তনুশ্রী ২৯ রানে অপরাজিত থেকে ম্যাচ দ্রæত শেষ করে মাঠ ছাড়েন।
আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে নামবে দুই ‘এ’।