বাছাইশেষে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ হবে

133

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এনডিসি (অতিরিক্ত সচিব) বলেছেন, চলমান মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কার্যক্রম শেষ করেই বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা অচিরেই প্রকাশ করা হবে। বিভিন্ন উপজেলা ও মহানগরের মামলা জনিত কারণে যাচাই-বাছাই কার্যক্রম এখনো শেষ হয়নি। আবার অনেক উপজেলা থেকে প্রেরিত তালিকা ত্রæটিপূর্ণ হওয়ায় জামুকা থেকে সেসব তালিকা পাঠিয়ে দেয়া হয়েছে। চলমান মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই বিষয়ে ও মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক উন্নয়নকল্পে চট্টগ্রাম সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্প্রতি মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড এ মতবিনিময় সভার আয়োজন করে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ও উন্নয়নকল্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরসলসভাবে কাজ করে যাচ্ছেন। সারাদেশের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের বিভিন্ন সুযোগ-সুবিধা অব্যাহত রেখেছেন সরকার। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গৃহ নির্মাণ প্রকল্প গ্রহণ করায় মেয়র আ জ ম নাছির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামুকা’র মহাপরিচালক। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার শহীদুল হক ছৈয়দের সঞ্চালনায় অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার এফএফ আকবর খান, সহকারী কমান্ডার রফিকুল ইসলাম, সহকারী কমান্ডার আবদুল লতিফ কোতোয়ালী থানা কমান্ডার সৌরিন্দ্রনাথ সেন, চান্দগাঁও থানা কমান্ডার কুতুব উদ্দিন, পাঁচলাইশ থানা কমান্ডার আহামদ মিয়া, খুলশী থানা কমান্ডার মো: ইউসুফ, ডবলমুরিং থানা কমান্ডার দোস্ত মোহাম্মদ, পাহাড়তলী থানা কমান্ডার হাজী জাফর, আকবরশাহ থানা কমান্ডার সেলিম উল্লাহ, বন্দর থানা কমান্ডার কামরুল আলম জতু, পতেঙ্গা থানা কমান্ডার জাকির হোসেন, বায়েজিদ থানা কমান্ডার ক্যাপ্টেন ছাবের আহমদ, হালিশহর থানা কমান্ডার ময়নুল হোসেন, সদরঘাট থানা কমান্ডার জাহাঙ্গীর আলম, ইপিজেড থানা কমান্ডার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, সাহেদ মুরাদ সাকু, মিজানুর রহমান সজীব, কাজী রাজীশ ইমরান, আবু সাঈদ মাহমুদ রনি, আশরাফুল হক চৌধুরী, হাসান মুহাম্মদ আবু হান্নান, রিপন চৌধুরী, শেখ ফরিদ মিঠু, সৈয়দ ওমর আলী, মইনুল আলম সৌরভ, মোঃ নাসির খান, আরমান উদ্দিন, জয়নুদ্দিন জয় প্রমুখ।সভার শুরুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দরা জামুকা’র মহাপরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন এনডিসি (অতিরিক্ত সচিব) কে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করেন। এসময় মহানগর ইউনিট কমান্ড ও থানা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি