বাচ্চু স্মৃতি সংসদের পরিচ্ছন্নতা অভিযান

35

চকবাজারস্থ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চকবাজার বাচ্চু স্মৃতি সংসদের উদ্যোগে গত ৯ আগষ্ট শুক্রবার সকাল ১০টায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংসদের সভাপতি মুজিব ইমরান বিপ্লব ও সাধারণ সম্পাদক মো. সাইফুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, এই সময় অতিথিবৃন্দদের নিয়ে সংস্থার নেতৃবৃন্দ পশ্চিম কাপাসগোলা, মকবুল সওদাগর লেইন, পূর্ব কাপাসগোলাসহ চকবাজার এলাকার নালা-নর্দমায় মশার ঔষুধ ছিটান।
এ সময় প্রধান অতিথি বলেন- এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বর হলে, আতঙ্কিত না হয়ে সচেতন হউন, ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিন, বাড়ীর আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদু, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবদুর রহমান। বিশেষ অতিথিবৃন্দ বলেন- পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়–ন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাপাসগোলা জামতলা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক মঞ্জু, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল খায়ের বাচ্চু, মাস্টার সিরাজুল ইসলাম, মহানগর যুবলীগ সদস্য মোস্তাক আহমদ টিপু, পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির যুগ্ম-সম্পাদক মো. শফি, সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজীব দে শম্ভু, সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুল আলম লিটন, তোহা জুয়েল, ক্রীড়া সম্পাদক ফারুকুল ইসলাম আনন্দ, শাওয়াল মাহমুদ ইভান, মো. সাদমা সাফিন, নেওয়াজ আদনান চৌধুরী, মো. বখতিয়ার, নুর ইমরান স্বাগত প্রমুখ। বিজ্ঞপ্তি