বাঙালি জাতির প্রেরণা বঙ্গবন্ধু

134

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সকালে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপর পুস্পমাল্য অর্পণ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও বঙ্গবন্ধু পরিষদ। চবি’র পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করেন পরিষদের সভাপতি প্রফেসর ড.মো. রাশেদ-উন-নবী ও সাধারণ সম্পাদক জনাব মশিবুর রহমান। এ সময় চবি বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, হলের প্রভোস্টবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দ এবং বিশ^বিদ্যালয় পরিবারের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জাতীয় চারনেতা ও মুক্তিযুদ্ধের ত্রিশলক্ষ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত দু’লক্ষ জায়া-জননী-কন্যার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন। উপাচার্য বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির সকল প্রেরণার উৎস। যাঁর জন্ম না হলে বিশ^ মানচিত্রে প্রতিষ্ঠা হতো না বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র।
এমএ লতিফ এমপি’র উদ্যোগে সভা : বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এমএ লতিফের উদ্যোগে আগ্রবাদস্থ পুরাতন চেম্বার হাউস মিলনায়তনে গতকাল দুপুরে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নুরুল আলম’র সভাপতিত্বে সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
সভায় বক্তারা আরো বলেন-১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশে ফিরে আসায় স্বাধীন দেশের মানুষ পুনরায় শক্তি ফিরে পায়। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মত প্রকৃত দেশপ্রেমিক দরকার বলে অভিমত ব্যক্ত করেন।

 

 

তাঁরা বলেন-এই উপলব্ধি থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিজয়ী করে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারকে পুনরায় সরকার গঠনে সহায়তা করেছে।
বন্দর সিবিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক’র সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক সফর আলী নগর আওয়ামী লীগ’র উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর এইচ, এম সোহেল, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজ মোল্লা, সাধারণ সম্পাদ আবদুল্লাহ আল ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল হায়দার (সবুজ) ও নজরুল ইসলাম, ২৮নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি সাধারণ সম্পাদক সেলিম রেজা, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সভাপতি হাজী আলী বক্স, অর্থ সম্পাদক হাজী মো.মহসীন, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সভাপতি আলহাজ্ব জহির আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমদ, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক মো.শফিউল আলম, সাবেক কাউন্সিলর মো.আসলাম প্রমুখ।
সাহিত্য পাঠচক্র : চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রজন্মের দায়িত্ব শীর্ষক এক আলোচনা গত ৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে কদম মোবারক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, কলামিষ্ট ড. মাসুম চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন কবি আশীষ সেন, দক্ষিণজেলা কৃষক লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেম, গীতিকার মো.লিপটন, সংগীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, সাবেক ছাত্রনেতা শাহাদাত নবী খোকা, ফখরুল আবেদীন কায়সার, সাংবাদিক প্রশান্ত বড়ুয়া, সংগঠনের সহ সভাপতি শিক্ষক রতন দাশ, এম, নুরুল হুদা চৌধুরী, যুগ্ম সম্পাদিকা শবনম ফেরদৌসী, সাংগাঠনিক সম্পাদক বিজয় শংকর চৌধুরী, সংগঠক সুজিত দাশ মিন্টু, অপু দাশ, সাংস্কৃতিক সম্পাদক কাকলী দাশ গুপ্তা, ব্যাংকার ফরিদুল আলম নোবেল, জসিম উদ্দীন, রোজী চৌধুরী, সুমন চৌধুরী প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পরিপুর্ণতা এসেছিল। তিনি আরো বলেন বঙ্গবন্ধু ছিলেন জগৎবিখ্যাত নেতা,তিনি রাতারাতি নেতা হননি। জনতা হতে নেতা,নেতা হতে জাতীয় নেতা,জাতীয় নেতা হতে জাতির জনকে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। খবর বিজ্ঞপ্তির