বাঙালি কৃষ্টি সংরক্ষণে উদ্যোগী হতে হবে

46

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে ৬দিন ব্যাপী অষ্টাদশ জেলা রোভার মুটের ৪র্থ দিনে চ্যালেঞ্জ-০৯ “কৃষ্টি ও সংস্কৃতি” প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন- রোভার স্কাউটসরা লেখাপড়ার পাশাপাশি স্কাউটিংয়ের মাধ্যমে নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে তুলছে। নিজেদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে সুযোগ লাভ করছে। আজকের এই কৃষ্টি ও সংস্কৃতি চ্যালেঞ্জ প্রতিযোগীতায় রোভাররা যেভাবে বাঙ্গালী সংস্কৃতি তুলে ধরেছে তাতে আমি অভিভূত। তিনি আরো বলেন দিনের পর দিন হারিয়ে যাওয়া বাঙ্গালীর কৃষ্টি ও সংস্কৃতি সরক্ষণে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। চ্যালেঞ্জ ডিরেক্টর স্কাউটার মোহাম্মদ এনাম ও ডেপুটি ডিরেক্টর জাহেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অষ্টাদশ জেলা রোভার মুটের মুট সচিব অধ্যাপক মো: ফজলুল কাদের চৌধুরী, প্রধান স্কাউটস ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন-হাটহাজারী সরকারী কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন-ডেপুটি মুট চীফ (প্রোগ্রাম) স্কাউটার এস.এম. আফজর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মো: জসীম উদ্দীন খান, স্কাউটার মো: রুহুল আমিন খান, স্কাউটার আবদুল হান্নান সিকদার, স্কাউটার মো: ইকবাল হোসেন, স্কাউটার এস.এম. হাবিব উল্লাহ, স্কাউটার মো: নোমান, স্কাউটার জামাল উদ্দীন হায়দার প্রমুখ। বিজ্ঞপ্তি