বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে চালক নিহত

32

বাঘাইছড়ির সাজেক সড়কে ট্রাক্টর (৬ চাকা ট্রলি) উল্টে রিপন চাকমা (৩৩) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। এসময় চালকের দুই সহযোগীও আহত হন।
আহতরা হলেন, চক্ষণ চাকমা (২২) ও লক্ষী প্রিয় চাকমা (২৫)। স্থানীয়রা জানায়, নিহত চালক বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকার বিরুবাহু চাকমার ছেলে।
গতকাল বুধবার দুপুরে সাজেক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেক্টরটি উল্টে গেলে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রেক্টর চালক রিপন চাকমা মারা যান।
সাজেক থানার অফিসার ইনচার্জ ওসি ইস্রাফিল মজুমদার বলেন, ট্রলিটি সাজেক থেকে মালামাল
বোঝাই করে বাঘাইছড়ি ফেরার সময় মাঝ পথে উল্টে গিয়ে চালক ও তার দুই সহযোগী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
প্রসঙ্গত রাঙামাটির বাঘাইছড়িতে যেসব ট্রেক্টর গাড়ি চলে এসব গাড়ির কোনো অনুমতি নেই। পুলিশকে টাকা দিয়ে তারা সড়কে মালামাল বহন করে থাকে। এর আগেও আরেকটি ট্রলি দুর্ঘটনায় বাঘাইছড়িতে ৩ জনের মৃত্যু হয়।