বাগীশিক বান্দরবান জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন

52

গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বান্দরবান জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন গত ২৪ মে নোয়াপাড়া কেন্দ্রীয় গীতা আশ্রম মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আশীষ আইচের সভাপতিত্বে সম্মেলনে আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা এড. তপন কান্তি দাশ। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় পৃষ্ঠপোষক সজল বরন সেন। প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ। মহান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল, চন্দনময় নন্দী টিটু, প্রীতম চৌধুরী ও পৃষ্ঠপোষক লায়ন ডা. প্রণব বিশ্বাস এমজেএফ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ। বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণীর সঞ্চালনায় এতে সাংগঠনিক বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ শর্মা। স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কৈলাশ বিহারী সেন। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী সুমন সেন, সজীব দত্ত সৌরভ, সমর দাশ, যীশু সেন, সুমন দাশ, লিটন কান্তি দে, অঞ্জন দাশ, চন্দন দেবনাথ, ডা. জিকু চৌধুরী, এড. উৎপল দাশ, লামা উপজেলা সংসদের সভাপতি বাসু দাশ, সাধারণ সম্পাদক বাসু কর্মকার, বান্দরবান জেলার অর্পণ কান্তি দাশ, ললিত মোহন ভৌমিক, দিলীপ কুমার নাথ, নিত্যরঞ্জন দাশ, দুদুল চক্রবর্তী, কক্সবাজার জেলা সংসদের জ্যোতি মল্লিক বাবু প্রমুখ।
শেষে বাগীশিক কেন্দ্রীয় ও জেলা কমিটির কর্মকর্তারা বান্দরবান জেলার বালাঘাটা সার্বজনীন শ্রী রক্ষা কালী মন্দির, নিউ গুলশান গীতা পাঠশালা, রাধাকৃষ্ণ মন্দির গীতা শিক্ষা কেন্দ্রসহ বিভিন্ন গীতা স্কুল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করেন। সম্মেলনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আশীষ আইচকে সভাপতি, দিলীপ কুমার নাথকে সহ-সভাপতি, রতন কান্তি নাথকে সাধারণ সম্পাদক, প্রিয়তোষ চৌধুরীকে সহ-সাধারণ সম্পাদক ও তপন ভট্টাচার্য্যকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বাগীশিক বান্দরবান জেলা সংসদ গঠন করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, সুন্দর-স্বনির্ভর দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। ধর্মীয় শিক্ষা অনুশীলনের মাধ্যমে নৈতিক অবক্ষয় রোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গীতা শিক্ষাসহ নৈতিক শিক্ষা গ্রহণ করে নতুন প্রজন্ম সমৃদ্ধ জীবন গড়তে পারে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মহৎ কাজ সম্পন্ন করা সম্ভব। বাগীশিক একটি সমাজের শুভশক্তির সম্মিলিত প্রয়াস। বিজ্ঞপ্তি