বাগীশিক দক্ষিণ জেলা সংসদের মতবিনিময়

16

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের মতবিনিময় সভা গত ৭ ডিসেম্বর নগরীর সদরঘাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাগীশিক দক্ষিণ জেলা সংসদের আওতাধীন আনোয়ারা উপজেলা সংসদের সাংগঠনিক কর্মপন্থা নির্ধারণকল্পে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে এর সভাপতিত্বে ও সহ-সম্পাদক রূপন মহাজনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের প্রধান উপদেষ্টা শিল্পপতি বাবুল ঘোষ বাবুন, কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য্য সীমান্ত, সজীব দত্ত সৌরভ, চন্দন দেবনাথ, দক্ষিণ জেলা সংসদের সহ-সম্পাদক শিক্ষক সব্যসাচী দেব টিপু, সাংগঠনিক সম্পাদক সজীব মজুমদার, সমাজকল্যাণ সম্পাদক বিপ্লব চৌধুরী, বাবুল ধর, নিমাই সিংহ রুদ্র প্রমুখ।
সভায় বাগীশিক আনোয়ারা উপজেলা সংসদের কার্যক্রম নিয়ে সাংগঠনিক বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহবায়ক কল্লোল সেন ও সদস্য সচিব লায়ন অজিত কুমার নাথ। শুরুতে পবিত্র গীতাপাঠ করেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের নির্বাহী সদস্য অংকুশ দে। সভায় বাগীশিক আনোয়ারা উপজেলা সংসদের সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধিকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. তপন কান্তি দাশ বলেন, বর্তমানে বাগীশিক চট্টগ্রামসহ সারা বাংলাদেশে নন্দিত একটি সংগঠন হিসেবে সনাতনী জনগোষ্ঠীর হৃদয়ে স্থান করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আলোকিত ও মানবীয় সমাজ বিনির্মাণে শ্রীমদ্ভগবদগীতা শিক্ষার বিকল্প নেই। বিজ্ঞপ্তি