বাগীশিক চান্দগাঁও থানা সংসদের সমাবেশ

32

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চান্দগাঁও থানা সংসদের উদ্যোগে অভিভাবক সমাবেশ গত ২ আগস্ট নগরীর মোহরাস্থ ব্রাহ্মণসাঁই শ্রীশ্রী রক্ষাকালী বাড়ির মাঠে অনুষ্ঠিত হয়। সভায় বাগীশিক চান্দগাঁও থানা সংসদের আওতাধীন ৬টি গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ডা. জীবন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দানশীল ব্যক্তিত্ব ও সংগঠক সুব্রত সেন (টিংকু)। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের নির্বাহী সদস্য সুকুমার নাথ, চান্দগাঁও থানা সংসদের উপদেষ্টা ডা. সাগর চন্দ্র দে, সমিরণ দাশ। সংগঠনের সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজীব মহাজন, ইটু সেন, ডা. দেবাশীষ দেব (দেবু), অভিজিত দাশ, মিশুক দাশ, রাকেশ দাশ, ডা. পুষ্পিতা রানী দে (বেবি), অভিভাবকদের মধ্যে বিনা দাশ, রাজীব দাশ, মনমোহন দাশ, কৃষ্টি দাশ, রাজীব দাশ, রতন দাশ প্রমুখ। শেষে সমাজসেবক সুব্রত সেন (টিংকু) এর পৃষ্ঠপোষকতায় ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সভায় বক্তারা বলেন, ডেঙ্গুর ভয়াবহতা রোধে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান সময়ে গুজবে বিশ্বাস করবেন না কেউ। যেকোন বিষয়ে ঘটনার সত্যতা যাচাই করে প্রশাসনকে সাথে নিয়ে সমস্যা মোকাবেলা করবেন। নৈতিক শিক্ষার পাশাপাশি শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন। তাহলে তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে। বিজ্ঞপ্তি