বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের গীতাজয়ন্তী উৎসব

3

 

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের মুখঃনিসৃত অমিয়বাণী শ্রীমদ্ভগবদ্গীতার আবির্ভাব তিথি উপলক্ষে গীতাজয়ন্তী উৎসব গত ২২ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল পার্থ সারথী পূজা, মহর্ষি ব্যাসদেবের পূজা, শ্রীগীতার অভিষেক, গীতাপাঠ ও শ্রীমদ্ভগবদগীতা শীর্ষক আলোচনা সভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান। নগরীর আন্দরকিল্লা গুরুধাম মন্দিরে বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সন্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য। প্রধান অতিথি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ। ধর্মীয় আলোচক ছিলেন ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের পৃষ্ঠপোষক তপন কান্তি রায়, উপদেষ্টা প্রকৌশলী আশুতোষ দাশ, সুকুমার দাশ, স্বপন সাহা, মিহির দাশ, বিষ্ণুপদ পালিত। বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি লায়ন প্রদীপ চক্রবর্তী, সহ-সভাপতি উত্তম শীল প্রমুখ। বিজ্ঞপ্তি