বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি

27

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গত ১৭ জুলাই বোয়ালখালীর পোপাদিয়াস্থ কালাচাঁদ ঠাকুরবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে। এসময় উপস্থিত ছিলেন কালাচাঁদ ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি কিরণ ভঞ্জ, সহ-সভাপতি প্রদীপ মল্লিক, রণজিৎ চৌধুরী বাচ্চু, বরুণ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শ্যামল মজুমদার, সমীরণ কান্তি দেব, মেলা বিষয়ক সম্পাদক মেম্বার বিটু মিত্র, সদস্য জগদীশ চৌধুরী, রাজীব পাল, রাজীব চক্রবর্ত্তী, বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক রূপন মহাজন, শিক্ষক সব্যসাচী দেব টিপু, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি ব্যাংকার উজ্জ্বল শুক্ল দাশ, সহ-সভাপতি গীতা প্রশিক্ষক রতন পারিয়াল, সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, অর্থ সম্পাদক রূপন ধর, দপ্তর সম্পাদক অলক দে লিটন, প্রচার সম্পাদক সানু মহাজন, সংগঠক সঞ্জয় দে, কাঞ্চন দে প্রমুখ। বিজ্ঞপ্তি