বাগীশিক কেন্দ্রীয় সংসদের জরুরি সভা

49

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের এক জরুরি সভা গত ১৯ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে জেএম সেন হলে ‘জাতীয় গীতা উৎসব-২০২০’ আগামী ১৭ এপ্রিলের পরিবর্তে আগামী ৫ জুন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সভায় বিশ্বব্যাপী মানুষ করোনা ভাইরাস থেকে যাতে মুক্তি পেতে পারেন এবং আক্রান্ত ব্যক্তিরা রোগমুক্তি থেকে সুস্থ হয়ে জীবনযাপন করতে পারেন তার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়। সংগঠনের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা দিলীপ কুমার ভট্টাচার্য্য, লায়ন দিলীপ কুমার শীল, অ্যাড. প্রবীর কুমার ভট্টাচার্য্য, পৃষ্ঠপোষক তপন কান্তি ধর, কেন্দ্রীয় কর্মকর্তা ঝুন্টু চৌধুরী, এস প্রকাশ পাল, প্রকৌশলী সুমন সেন, কালাচাঁদ ভট্টাচার্য্য সীমান্ত, তপন কান্তি নাথ, চন্দন দেবনাথ, লায়ন কৈলাশ বিহারী সেন, সুমন দাশ, পলাশ দত্ত, সজীব দত্ত সৌরভ, রাসু কান্তি বিশ্বাস, যীশু সেন, ঝন্টু শীল, বৃষ্টি বৈদ্য, সমীরণ সেন, লিটন কান্তি দে, নিউটন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি