বাগীশিক কেন্দ্রীয় সংসদের তিন জেলার বিভিন্ন গীতা স্কুল পরিদর্শন

86

গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দ গত ১৭ মে ফেনী, নোয়াখালী ও ল²ীপুর জেলার বিভিন্ন গীতা স্কুল পরিদর্শন ও জেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থীদের সাথে কুশল ও মতবিনিময় সভায় মিলিত হন। পরিদর্শনকালে ল²ীপুরে চন্দ্রগঞ্জ গীতা শিক্ষা নিকেতন সার্বজনীন শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগীশিক ল²ীপুর জেলা সংসদ সভাপতি এড. শিল্পী রাণী পাল। এতে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এড. তপন কান্তি দাশ, পৃষ্ঠপোষক সজল বরন সেন, কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, যুগ্ম সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী সুমন সেন, মহিলা সম্পাদিকা বৃষ্টি বৈদ্য, বাগীশিক মহানগর সংসদের প্রাক্তন সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরী, দক্ষিণ জেলা সংসদের অ্যাড. উৎপল দাশ, ফেণী জেলা সংসদের সভাপতি প্রকৌশলী নির্মল কান্তি মজুমদার, সদস্য সচিব রবিন চন্দ্র সাহা, ল²ীপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক কৃষ্ণধন দেবনাথ, কুমিল­া জেলা সংসদ সভাপতি মিল্টন চক্রবর্তী, নোয়াখালী জেলা সংসদ সভাপতি মাস্টার পূর্ণেন্দু শেখর পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক নিপুন দাস প্রমুখ। পরিদর্শনকালে নেতৃবৃন্দ নোয়াখালী, ল²ীপুর ও ফেনী জেলা কমিটির কর্মকর্তাদের নিকট বাগীশিক কর্তৃক প্রকাশিত গীতা ও বর্ষপঞ্জি হস্তান্তর করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ল²ীপুরের চন্দ্রগঞ্জ, নোয়াখালীর বিরামপুর, বসুরহাট, কোম্পানীগঞ্জ জোগাদিয়া শ্রী জয়কালী বাড়ী গীতা শিক্ষা নিকেতন, শ্রী গীতা শিক্ষালয়, ফেণীর দাগনভূঁঞা, চৌমুহনীর রাম ঠাকুর আশ্রমসহ বেশ কিছু গীতা স্কুল পরিদর্শন করেন। মতবিনিময়কালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের প্রত্যন্ত অঞ্চলসহ প্রতিটি ঘরে ঘরে গীতার আলো পৌঁছে দেয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি