বাগীশিক উত্তর জেলা সংসদের নৈতিক গীতা শিক্ষা পরীক্ষা ৬ মার্চ

180

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কতৃর্ক আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০১৯ চট্টগ্রাম উত্তর জেলা সংসদের আওতাধীন ৭টি উপজেলার ১২টি কেন্দ্রে আগামী ৬ মার্চ উপজেলার নিন্মোক্ত নির্ধারিত কেন্দ্রে সকাল ১০টায় একযোগে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রসমূহ: ভাটিয়ারী হাজী টি এ সি উচ্চ বিদ্যালয়, সীতাকুন্ড বিবেকানন্দ বিদ্যা নিকেতন, বারৈয়ারহাট চিনকি আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়, ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড মহাবিদ্যালয়, সন্দ্বীপ এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, রাঙ্গুনিয়া খিলমোগল ঈশান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাহাব্দীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা উপলক্ষে ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০১৯ এর আহব্বায়ক প্রিয়শীষ চক্রবর্তী এবং সদস্য-সচিব প্রভাষক রাতুল শীল। আহব্বায়ক প্রিয়াশীষ চক্রবর্তী বলেন ১২টি কেন্দ্রে প্রায় ৫ হাজারেরও অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে আশা করছি এবং এতে ১৮৫ জন ব্যক্তি বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। উক্ত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সর্বাঙ্গীণ সহযোগিতা কামনা করেছেন বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০১৯ এর আহব্বায়ক প্রিয়শীষ চক্রবর্তী এবং সদস্য-সচিব প্রভাষক রাতুল শীল। বিজ্ঞপ্তি