বাগদাদে বিক্ষোভকারীদের ওপর বোমা হামলায় হতাহত ৩৬

22

ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তাহরির স্কোয়ারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ১ অক্টোবর থেকে কর্মসংস্থান সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী।
নিরাপত্তাবাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। পরে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। রাজধানী বাগদাদের তাহরির স্কয়ার ঘিরেও অবস্থান ধরে রেখেছে বিক্ষোভকারীরা। এখন পর্যন্ত এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত ৩২৫ বিক্ষোভকারী। শুক্রবারের বোমা হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী আন্দোলনের মূল কেন্দ্রস্থল হলো মধ্য বাগদাদের এই তাহরির স্কোয়ার। এর খুব কাছে আল তায়ারান স্কোয়ারের জনাকীর্ণ এলাকায় শেষ রাতে গাড়ি হামলা চালানো হয়।