বাগদাদে জুমার নামাজে সন্ত্রাসী হামলা, নিহত ১০

17

ইরাকে একটি মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৩০ জন। শুক্রবার রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত শিয়া মসজিদটিতে এ হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। স্থানীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এটিই বাগদাদে এ ধরনের সবচেয়ে বড় ঘটনা। তবে এখনও পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি। পুলিশ ক্যাপ্টেন আহমেদ খালাফ আনাদোলু এজেন্সি-কে বলেন, এক অজ্ঞাত হামলাকারী বিস্ফোরক বেল্ট পরে এ হামলা চালায়। সে বাগদাদের পূর্বাঞ্চলীয় আল বালাদিয়াত এলাকার একটি মসজিদকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। পরে ১০ জনের মরদেহ এবং আহত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়।