‘বাগদাদি হত্যা’র ঘটনায় ট্রাম্পের উচ্ছ¡সিত প্রশংসা সৌদি যুবরাজের

14

সিরিয়ায় অভিযানে ইসলামিক স্টেট (আইএস) নেতা ‘বাগদাদি হত্যা’র ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্ছ¡সিত প্রশংসা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি। ওই অভিযানকে উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন যুবরাজ।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সে সময় ‘সন্ত্রাসবিরোধী লড়াই’য়ে রিয়াদের সহযোগিতার প্রশংসা করেন ট্রাম্প। সৌদি আরব যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কথিত সন্ত্রাসবিরোধী জোটে যোগ দেওয়ার পর রিয়াদের ওপর হামলা চালানোর আহŸান জানিয়েছিলেন আইএস নেতা আবু বকর আল বাগদাদি। বিভিন্ন প্রচারণামূলক ভিডিওতেও বাগদাদিকে সৌদি রাজপরিবারের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে। সৌদি আরবে সংঘটিত বেশ কয়েকটি বোমা ও বন্দুক হামলার দায় শিকার করেছে আইএস।