বাকলিয়া মৎস্য শিকারী ইউনিয়নের মানববন্ধন

68

গত ১৬ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম জামালখানস্থ প্রেস ক্লাবের সামনে চাক্তাই-কালুরঘাট আউটার রিং রোড প্রকল্পে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারদের ক্ষতিপূরণসহ পুনর্বাসন, নিরাপদ কর্মক্ষেত্রের নিশ্চয়তায় বাকলিয়ায় বসবাসকারী জেলেদের মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচয়পত্র ও রিংরোডে ক্ষেতচর এলাকায় মৎস্যঘাট নির্মাণসহ ৩ দফা দাবীতে বাকলিয়া থানা মৎস্য শিকারী জেলে শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইদ্রিছ মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ কালুর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক এম. জসিম রানা, প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ বাকলিয়া শাখার সভাপতি উজ্জ্বল বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম সম্পদক ওমর আলী সর্দ্দার, বাকলিয়া থানা হকার লীগের সহ সভাপতি রাসেল দাশ, সাধারণ সম্পাদক মো. আব্দল সালাম। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মো. সোহেল, মো. মিন্টু, মো. আব্দুল হালিম, বাকলিয়া থানা মৎস্য শিকারী জেলে শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ফজলুল করিম, সহ সাধারণ সম্পদক গোলাম রব্বানি, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, অর্থ সম্পাদক আব্দুল মাবুদ রমিজ, প্রচার সম্পাদক মো. জসিম, দপ্তর সম্পাদক নুরে আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জেলেদের কর্মস্থল কর্ণফুলীর খালে, বাসস্থান কর্ণফুলীর পাড়ে মানবেতর জীবন যাপন করে জেলেরা দিন রাত অমানুষিকভাবে জীবন জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয় বাজারে আমিষের যোগান দিয়ে আসছে। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, স্বাধীনতার ৪৮ বছর পরও জেলেরা কর্মের নিম্নতম নিশ্চয়তায় মৎস্য দপ্তর কর্তৃক পরিচয়পত্র, কর্মক্ষেত্রের প্রয়োজনে মৎস্যঘাট এমনকি বাসস্থানের মতো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকার ক্ষমতায় থেকে সরকারের উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্থ জেলেদের উৎচ্ছেদ ও অভ‚ক্ত রেখে উন্নয়ন কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ না করে পতেঙ্গা আউটার রিং রোড প্রকল্পের ন্যায় বাকলিয়ায় বসবাসকারী জেলেদের ৩ দফা দাবি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তি