বাকলিয়া থানা শ্রমিক পার্টির কর্মিসভা

23

জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি জসিম উদ্দিন বলেছেন, শ্রমজীবী মানুষের কল্যাণে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সকল শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলে পল্লীবন্ধু এরশাদ বাংলার শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণ ও জীবনমান উন্নয়নে দুই ঈদে ২টি বোনাস, গ্র্যাচুয়েটি প্রদান, শ্রমিকদের জন্য হাসপাতাল, শ্রমিকের সন্তানদের লেখাপড়ার জন্য প্রাথমিক বিদ্যালয়, আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করেছিলেন। নতুন নতুন কলকারখানা স্থাপন ও বন্ধ কলকারখানা চালু করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন।
তিনি গতকাল সকাল ১১টায় বাকলিয়া থানা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বউ বাজারস্থ কার্যালয়ে শ্রমিক নেতা রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, কোতোয়ালী থানা জাপা যুগ্ম আহŸায়ক সেলিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নগর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শহীদুল আলম, মো. হানিফ ভুট্টু, মো. ইসলাম, আলী আহমদ, মো. সুমন, আবুল হোসেন, মো. মিজান, আব্দুল জলিল, মো. মোতালেব, আনোয়ার হোসেন, বাদশা হাসান প্রমুখ। সভা শেষে রবিউল হোসেনকে আহŸায়ক ও শহীদুল আলমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বাকলিয়া থানা জাতীয় শ্রমিক পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি