বাকলিয়া কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

31

নগরীর বাকলিয়ার ক্ষেতচরে সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরের ৩য় প্রতিষ্ঠাবাষির্কী উৎসব মন্দির প্রাঙ্গণে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গত ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। উৎসব উদ্যাপন পরিষদের আহবায়ক লায়ন দিলীপ কুমার শীলের সভাপতিত্বে ধর্মসম্মেলনে আশীর্বাদক ছিলেন শংকর মঠ ও মিশনের পরিব্রাজক শ্রীমৎ সন্তোশানন্দ ব্রহ্মচারী। উদ্বোধক ছিলেন সংগঠক উত্তম মহাজন (নব)। প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী, বাকলিয়া কৃষ্ণ মন্দিরের সভাপতি নিরঞ্জন দাশ, বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতির সভাপতি সামশুল আলম তালুকদার। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদ্যাপন পরিষদের সদস্য সচিব অশোক পাল (বাচ্চু)। স্বপন কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জলসন ধর নয়ন, দেবাশীষ মুহুরী, কর্ণমোহন শীল, কানু চৌধুরী, নান্টু মলি­ক, সন্তোষ বিশ্বাস, উত্তম সুশীল, মিঠু দাশ (প্রভু), মেঘনাথ দে, রতন কুমার পাল, শ্যামল মহাজন, সুবাস দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি