বাকলিয়া একাদশ ও রেলওয়ে চ্যাম্পিয়ন

61

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও মেসার্স জাহেদ ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-জাহেদ ব্রাদার্স প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে বাকলিয়া একাদশ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। বাকলিয়া একাদশ ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। বাকলিয়া একাদশের পক্ষে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, ফজলে নূর বাপ্পী ও মাইনুদ্দিন আহমেদ। গতবারের চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস ক্লাব ১১ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। কোয়ালিটি স্পোর্টস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, রাকিবুল ইসলাম সাচ্চু, সামসুল হক ও আহমেদ হোসেন মজুমদার। ৯ পয়েন্ট নিয়ে ফ্রেন্ডস ক্লাব তৃতীয় স্থান লাভ করে। অন্যান্য স্থান গুলো হচ্ছেঃ চতুর্থ-চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমিতি পয়েন্ট-৮, পঞ্চম-লিটল ব্রাদার্স পয়েন্ট-৭, ষষ্ঠ-পিডিবি রিক্রেয়েশন ক্লাব পয়েন্ট-৪, সপ্তম-বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা পয়েন্ট-২ এবং অষ্টম-আগ্রাবাদ কমরেড ক্লাব পয়েন্ট-১। সর্বনিম্ন স্থানের বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা ও আগ্রাবাদ কমরেড ক্লাব প্রথম বিভাগে নেমে গেছে।
একই সঙ্গে অনুষ্ঠিত সিজেকেএস-জাহিদ ব্রাদার্স প্রথম বিভাগ দাবা লিগ ২০১৮-১৯ এ বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স পূর্ণ ১৪ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। পাঁচলাইশ যুব সংঘ ১১ পয়েন্ট নিয়ে রানার্স-আপ ও আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়। গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে সপ্তম অর্থাৎ শেষ রাউন্ডের খেলায় বাকলিয়া একাদশ ৪-০ গেম পয়েন্টে বোয়ালখালী উপজেলাকে, কোয়ালিটি স্পোর্টস ৩.৫-০.৫ গেম পয়েন্টে পিডিবি রিক্রেয়েশনকে, ফ্রেন্ডস ক্লাব ২.৫-১.৫ চ্টগ্রাম বন্দরকে, রেলওয়ে রেঞ্জার্স ৪-০ গেম পয়েন্টে কর্ণফুলীকে ও পাঁচলাইশ যুব ৩-১ গেম পয়েন্টে স্টার ক্লাবকে পরাজিত করেন।
খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদের এশিয়ান জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর জাহেদ ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের পরিচালক জাহেদুল হক। প্রিমিয়ার ডিভিশনে ৮ টি ও প্রথম বিভাগে ১৬ টি দল অংশগ্রহণ করে। রেলওয়ে রেঞ্জার্স ও পাঁচলাইশ যুব প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হয়েছে।
সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য জহির আহমদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, মো: মশিউর রহমান চৌধুরী, মো: অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম লেদু প্রমুখ।