বাকবিশিসের উদ্যোগে স্মরণসভা

79

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম জেলা কমিটির অর্থ সম্পাদক ও মিরসরইস্থ প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল কান্তি বড়ুয়ার অকাল মৃত্যুতে এক স্মরণসভা গত সোমবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাকবিশিস চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক উত্তম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণসভার শুরুতে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, নির্লোভ, নিরহংকারী, পরোপকারী এবং অসাম্প্রদায়িক মনের অধিকারী অধ্যাপক শ্যামল বড়ুয়ার মৃত্যুতে বাকবিশিস এক ত্যাগী, নিষ্ঠাবান শিক্ষক নেতাকে হারালো এবং সমাজ হারালো এক মুক্তমনের আদর্শবান শিক্ষককে। তার এই অকাল মৃত্যুতে শিক্ষা এবং শিক্ষক-আন্দোলনের যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। সভায় উপস্থিত ছিলেন, বাকবিশিসের উপদেষ্টা প্রফেসর রণজিৎ কুমার দে, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, ইউএসটিসি’র সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চবি শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড. গণেশ রায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক তাওয়ারিকুল আলম, সাতকানিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিরঞ্জন বড়ুয়া, বাকবিশিস নেতা অধ্যাপক অশ্রু বিজয় নন্দী, অধ্যাপক অশোক সাহা, অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবিব, অধ্যক্ষ মো. রফিক উদ্দিন, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অধ্যাপক আবদুল হাই, অধ্যাপক অজিত দাশ, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, অধ্যাপক শ্যামল দাশ, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যাপক ভবরঞ্জন বণিক, চট্টগ্রাম বিএড কলেজের অধ্যাপক শামসুদ্দিন শিশির, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফসার উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য। বিজ্ঞপ্তি