বাওয়া চিলড্রেন হোমে শিক্ষাসামগ্রী বিতরণ

27

সাবেকমন্ত্রী জহুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ সন্তান শরফুদ্দীন চৌধুরী রাজুর জন্মদিন উপলক্ষে নগরীর বাওয়া চিলড্রেন হোমের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের সভাপতিত্বে গত ১৭ ফেব্রুয়ারী বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ মহিলা সমিতি শিশু সনদের সাধারণ সম্পাদিকা আবিদা সুলতানা।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, সিডিএ বোর্ড মেম্বার এম আর আজিম, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এম,এ,সালাম, শিক্ষিকা আয়েশা সুলতানা, মাওলানা আবদুল কাদের, মাওলানা গিয়াস উদ্দীন প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানুষের সেবা করার মাঝেই বড় আনন্দ। মানুষের কল্যাণের মাধ্যমে, আল্লাহতালার সন্তুষ্টি লাভ করা যায়। তিনি বলেন আমরা প্রত্যেক মানুষের নিজের ও পরিবারের প্রতি দায়িত্ববোধ রয়েছে ঠিক তেমনি সমাজের মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী কল্যাণ করার দায়িত্ব অন্তর্নিহিত। সংবর্ধিত অতিথি শরফুদ্দিন চৌধুরী রাজু বলেন, আমার পিতামাতার মত আমিও আমার সামর্থ্য অনুযায়ী সবসময় মানুষের কল্যাণ করতে ভালোবাসি। সভা শেষে ১২০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত করেন হাফেজ মো. এমরান। বিজ্ঞপ্তি