বাংলা একাডমি সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক-গবেষক

74

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮ ঘোষণা করা হয়েছে। এবার চারটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে। এবারের পুরস্কার প্রাপ্তরা হলেন, কবিতায় কবি কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধ গবেষণায় সাংবাদিক আফসান চৌধুরী।
গতকাল সোমবার বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। এসময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব আবদুল মান্নান ইলিয়াস, পরিচালক ড. জালাল আহমেদ, পরিচালক মোবারক হোসেন প্রমুখ।
পুরস্কার ঘোষণা করে মহাপরিচালক বলেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১০টি বিভাগে দেওয়া হয়। এবারের পুরস্কারের জন্য একাডেমির ২৫ জন ফেলো সদস্য ১০টি বিভাগে পুরস্কার নির্বাচন কমিটির কাছে নাম পেশ করেছিলেন। সাত সদস্যের পুরস্কার নির্বাচন কমিটি চারটি বিভাগে পুরস্কার দেওয়ার জন্য নাম নির্বাচন করে একাডেমির কাছে জমা দিয়েছে। অন্য ছয়টি বিভাগে এবার পুরস্কার দেওয়া হয়নি।

­