বাংলালিপিতে প্রার্থনা

47

আগুন বৃষ্টি আজ
হরফের হেরফেরে বাঁকা চাঁদ পুড়ছে
নবাব সিরাজের দেরাজ ভেঙে যে শব্দ
পশ্চিম বাংলার সরু পথ ধরে
ত্রিপুরা পিছে পেলে এই অগ্নিকোণে
মুমূর্ষু পড়ে আছে বীজবৃক্ষের নিচে
তোমরা একবারও বিচলিত হচ্ছোনা
বরং তুমি বলছো, তোমরা বলছো
ঐ দেখো দেখো বাঙাল যায়..।
এক বুক দুঃখ আমার
যাড়খন্ড, মেঘালয়, বিহার আর কর্ণাটক
বাংলার বাউন্ডারি বিহীন মুক্ত আকাশে
আহত এক শঙ্খচিল উড়ছে তো উড়ছে
বাংলালিপিতে আকুল প্রার্থনা সঙ্গীত তার
একবার অন্তত শুনে যাও…
‘বাংলার মাটি বাংলার জল
বাংলার বায়ু, বাংলার ফল
পুণ্য হউক, পুণ্য হউক
পুণ্য হউক, হে ভগবান’।