বাংলাভাষা বিশ্বময়

55

একুশ মানে দীপ্ত শপথ বাংলা ভাষার জয়
ন্যায়ের পথে ধেয়ে চলার সুদৃঢ় প্রত্যয়।
বায়ান্নতে দল বেঁধে তাই ছাত্র-যুবার দল
পাক শোষকের শেকল ছিঁড়ে ছোটে অবিরল।

বুকে নিয়ে অসীম সাহস স্লোগান তুলে মুখে
‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ -সবাই মনের সুখে
অত্যাচারী পাক শোষক তা শোনে, মনে মনে
ফন্দি আঁটে বঙ্গি মারার অতি সঙ্গোপনে।

বুঝেছিল সেদিন তারা বাংলা ভাষার ভক্তিতে
বাঙালিরা জাগতে পারে অলীক কোন শক্তিতে
সেই ভাবনায় খবর আনে পশ্চিমাদের দূর দূতে
রাষ্ট্র ভাষায় কথা বলবে সব বাঙালি উর্দুতে।

ফুঁসে ওঠে পুরো বাংলা পলাশ রাঙা ফাগুনে
চতুর্দিকে মিছিল মিটিং মশাল জ্বলে আগুনে
দিকে দিকে জেগে ওঠে ছেড়ে রেখে মৃত্যুভয়
শফিক রফিক জব্বারের এই বাংলাভাষা বিশ্বময়।