বাংলাদেশ

23

গাছের শাখে পাখির কণ্ঠে
মধুর সুরে গান
শুনলে পরে জুড়িয়ে যায়
তপ্ত কঠিন প্রাণ।

ক্ষেত খামারে সবুজ ফসল
হাওয়ার কানে দুল,
ফুল বাগানে ফোটে কত
নাম না জানা ফুল।

নদীর বুকে নৌকা চলে
তুলে রঙিন পাল
শাপলা শালুক পদ্ম ফুটে
ভরে যে বিল খাল।

সবুজ ঘেরা বন বনানী
রূপের নাইতো শেষ
হাজার কথার গল্প গাঁথায়
আমার বাংলাদেশ।