বাংলাদেশ-ভারত ম্যাচে নেই মাহমুদউল্লাহ

34

ভারত রণের আগের দিন অনুশীলনে এসে রানিং, ফিল্ডিং কিছ্ইু করলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এজবাস্টনের এক প্রান্তে দাঁড়িয়ে ফিজিও তিহান চন্দ্র মোহনের সঙ্গে স্ট্রেচিং ও পায়ের মাংসপেশীর কয়েকটি ব্যায়াম করে করে মাঠ থেকে বেরিয়ে গেলেন। প্রশ্নের উদ্রেক হলো তখনই। তাহলে কী মাংসপেশীতে লাগা টান তাকে বিশ্বকাপের হেভিওয়েট ম্যাচট থেকে ছিটকে দিল?
সোমবার (১ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসা টাইগার দলপতি মাশরাফি বিন মোর্ত্তজাকে রিয়াদের খেলা নিয়ে প্রশ্ন করা হয়। তিনিও স্পষ্টত কিছুই বলতে পারলেন না। শুধু বললেন, তারা ফিজিওর সবুজ সঙ্কেতের অপেক্ষায়। মাশরাফি জানান, ‘মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে এখনো ফিজিও ফাইনাল কল দেয়নি। এখনো কিছু সময় হাতে আছে। তারপরে দেখে বলবে।’ তবে সমাধান মিলল প্রধান নির্বাচক নান্নুর কাছে। তিনি যা বললেন তার সারমর্ম হলো, মাহমুদউল্লাহ ভারতের সঙ্গে খেলছেন না। ফলে তার বদলি দেখতে হচ্ছে। বদলিটা কে? সাব্বির রহমান নাকি মোহাম্মদ মিঠুন। না, সেই প্রশ্নের উত্তর তার কাছে মেলেনি। তবে টিম সূত্রে জানা গেল, সাব্বির রহমান রোমান। সাউদাম্পটনে আফগানিস্তান ম্যাচে ডান পায়ের পেশীর মাংসে টান পেয়েছিলেন টাইগার মিডল অর্ডার মাহমুদউল্লাহ।