বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির নেতৃবৃন্দের সাথে বেঙ্গল চেম্বার সচিবের সাক্ষাত

40

বিশ্বের অন্যতম প্রাচীন চেম্বার ভারতের পশ্চিমবঙ্গের ‘দি বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’ এর সচিব (মার্কেটিং, ট্রেড প্রমোশন এন্ড বিজনেস ডেভেলাপমেন্ট মি. উৎপল রায় বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দের সাথে গত ২৩ জুলাই সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে মৈত্রী সমিতির বিভিন্ন কার্যক্রম ও দুই দেশের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় এবং এই মৈত্রীর বন্ধন ভবিষ্যতে আরো সূদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। দুই দেশের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক বন্ধন অটুট রাখার জন্য উভয় দেশের প্রতিনিধি দল আরো বেশি আসা-যাওয়া করার জন্য উৎপল রায় অভিমত ব্যক্ত করেন।
মৈত্রী সমিতি চট্টগ্রামের খুলশী কার্যালযে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি চট্টগ্রামের পক্ষে উৎপল রায়কে ফুলেল শুভেচ্ছা জানান মৈত্রী সমিতির উপদেষ্টা ব্যাংকিং বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, সাধারণ সম্পাদক ড. ফয়সাল কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. মোদাচ্ছের আলী, সদস্য নিজাম উদ্দীন হোসেন ও ইসমাঈল হোসেন শুভ। বিজ্ঞপ্তি