বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে পন্ড

32

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে সকাল থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণ হতে দেয়নি ম্যাচের টসটাও। ম্যাচ শুরুর নির্ধারিত সময় থেকে সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর অফিসিয়ালরা দেন বাতিলের ঘোষণা। মঙ্গলবার এই মাঠেই নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির ভারতের বিপক্ষে খেলবে মাশরাফী বিন মোর্ত্তজার দল।
প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ক্ষতি হল উভয় দলেরই। বিশ্বকাপ অভিযানে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়া হল না ত্রিদেশীয় সিরিজ জিতে ইংল্যান্ডে আসা বাংলাদেশের। ইংলিশদের কাছে সিরিজ হারের পর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়া পাকিস্তানের সামনে এ ম্যাচটি ছিল খরা কাটিয়ে বড় মঞ্চে নামার সুযোগ। অবশ্য কার্ডিফের প্রস্তুতি ম্যাচে পাল্লা ভারী ছিল বাংলাদেশেরই। সবশেষ চার দেখায় প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের জয়ের পাল্লা যেমন ভারী ছিল। সেই সঙ্গে ভেন্যুটি ছিল পয়মন্ত। কার্ডিফের সঙ্গে জড়িয়ে টাইগারদের মধুর সব স্মৃতি। ২০০৫ সালের ১৮ জুন, এই মাঠেই তখনকার পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। আশরাফুলের সেঞ্চুরির দ্যুতির কাছে নতজানু হয়েছিল রিকি পন্টিংয়ের দল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে বৈশ্বিক আসরে প্রথম সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। এই মাঠে একমাত্র দল হিসেবে বাংলাদেশ অপরাজিত।