বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সভা অনুষ্ঠিত

103

চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি অধ্যক্ষ এ.আর.আচার্য্যরে সভাপতিত্বে বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার এক সভা কদম মোবারক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক ও সলিল আচার্য্য। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি জ্যোতিষভাস্কর লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, যীশু কুমার আচার্য্য এবং অন্যান্যদের মধ্যে সলিল আচার্য্য, মোহাম্মদ আতিক, বিপুল সরকার (বিপ্লব), স্বপন কুমার চক্রবর্তী, কনকন ভট্টাচার্য্য, সমীর আচার্য্য, উত্তম আচার্য্য, শয়ন আচার্য্য, রাজু আচার্য্য, তাপস কুমার আচার্য্য, রুদ্র আচার্য্য, জয় আচার্য্য, অরূপ আচার্য্য, টিটু আচার্য্য, দুলাল আচার্য্য, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, শান্তি পদ আচার্য্য, কল্লোল আচার্য্য, প্রমুখ। সভায় সভাপতি অধ্যক্ষ এ.আর. আচার্য্য বলেন, জ্যোতিষশাস্ত্র বহু প্রাচীন শাস্ত্র। অধ্যাবধি এই শাস্ত্রের মাধ্যমে প্রতি বৎসর মানবজাতির প্রাকৃতিক ও অপ্রাকৃতিক, সামাজিক, রাষ্ট্রীয়, ইত্যাদি বিষয়ে যথাযথ দিকনির্দেশনা জ্যোতিষশাস্ত্রবিদগণ দিয়ে থাকেন। এই শাস্ত্রকে আরে সুদক্ষ ও সুপ্রতিষ্ঠিত করার জন্য সকল জ্যোতিষীদের গভীর গবেষণার প্রয়োজন। সভায় সকল সদস্যদের বক্তব্যে বলা হয়, অত্র সংগঠন দেশ ও বিদেশে সুসংগঠিত করার জন্য সকলেই একে অপরের প্রতি সাহায্যের হাত প্রসারিত করতে হবে এবং সর্বসম্মতিক্রমে চট্টগ্রামে স¤প্রতি একটি জ্যোতিষ সম্মেলন ও গুণীজন সম্বর্ধনা এবং দেশ-বিদেশের বরেণ্য জ্যোতিষীদের সম্মিলনের আয়োজন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি