বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চট্টগ্রাম জেলা কমিটি গঠন

70

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, চট্টগ্রাম জেলার সাধারণ সভা ২৩ শে এপ্রিল নগরীর জিইস মোড়ে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাকাসস চট্টগ্রাম জেলা সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন ও আলহাজ মোহাম্মদ ইউনুছ, বাকাসস সহ-সভাপতি মো. জামাল উদ্দীন খান, স্বদেশ শর্মা, উচ্চমান সহকারী ও বাকাসস সদস্য মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, উদয়ন বড়ুয়া প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতি ও পদমর্যাদা উন্নীতকরণ করলেও দীর্ঘ ১৮ বছর ধরে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারীদের প্রাণের দাবী পদবি পরিবর্তন না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ সরকারের মাননীয় সুযোগ্য ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ১৯.০৬.২০১১ তারিখে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তনের সারসংক্ষেপ অনুমোদন হলেও তা বাস্তবায়ন না হওয়ায় বাকাসস কেন্দ্রীয় কমিটির নির্দেশনামতে আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় ২০১৯-২০২১ সময়ের জন্য ২৩ সদস্য বিশিষ্ট বাকাসস চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়। সভার সম্মতিক্রমে আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী সভাপতি, স্বপন কুমার দাশ ও মো. ফজলে আকবর চৌধুরী সহ-সভাপতি, এস.এম. আরিফ হোসেন সাধারণ সম্পাদক, চৌধুরী নিউটন বড়ুয়া যুগ্ম সাধারণ সম্পাদক, মো. নাজিম উদ্দিন চৌধুরী সহ-সাধারণ সম্পাদক, নুরুল মুহাম্মদ কাদের সাংগঠনিক সম্পাদক, মো. সবদের হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, মো. জামাল উদ্দিন অর্থ সম্পাদক, দেবাশীষ রুদ্র দপ্তর সম্পাদক, পুতুল দত্ত সাহিত্য ও পাঠাগার সম্পাদক, মো. জাহাংগীর আলম ক্রীড়া ও সাংস্কৃতিক, মো. শফিউল আলম ধর্ম বিষয়ক সম্পাদক, সৈয়দ মোহাম্মদ এরশাদ আলম প্রচার সম্পাদক, অপর্ণা দাশ মহিলা বিষয়ক সম্পাদক, ঝুমা দেবনাথ সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ আলী, মো. সাহেদুল ইসলাম, রিয়াজ উদ্দীন আহম্মদ, মো. মহিউদ্দিন ইরফান, বিদ্যুৎ বরণ দেব নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন। বিজ্ঞপ্তি