বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

25

চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস বলেছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা দরকার। কল্যাণ পার্টি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘পরিবর্তনের জন্য রাজনীতি’ এই ¯েøাগানকে সামনে রেখে ২০০৭ সালের ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সোনানী, সাবেক সামরিক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বীর প্রতীকের নেতৃত্বে প্রবীণ ও নবীনের সমন্বয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির যাত্রা শুরু। গত ৪ ডিসেম্বর শুক্রবার সকালে নগরীর কল্যাণ পার্টির কার্যালয়ে কল্যাণ পার্টি ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মুক্তিযোদ্ধা ইলিয়াস আরো বলেন, এখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দিন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি এডভোকেট জহুরুল হক আনছারী, সহ সভাপতি মুসলিম সিকদার, দক্ষিণের সভাপতি এডভোকেট মোজাম্মিল হোসাইন, কোতোয়ালি থানা সভাপতি জাহেদ আলী, পাহাড়তলী থানা সভাপতি নাজমুল হুদা মিয়াজি, হালিশহর থানা সভাপতি এরফানুল হায়দার চৌধুরী, বাকলিয়া থানা সেক্রেটারি এডভোকেট আসিফ ইকবাল, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন সায়মন, সদস্য এজমাম, জোসেফ, তানবির, রকি, বাদশা, খোকন সহ অন্যান্য। সকাল সকাল ১০ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে এবং রঙিন বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস। ২০০৭ সালের ১১ জানুয়ারির পর সেনা সমর্থিত তত্ত¡াবধায়ক সরকারের আমলে কল্যাণ পার্টি জন্ম নেয়। পরে কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক নুরুল আলমের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে তার মাগফেরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের আগে সভার সর্বসম্মতিক্রমে যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়। বিজ্ঞপ্তি