বাংলাদেশ এষ্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের আলোচনা

83

বাংলাদেশ এষ্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের এক আলোচনা সভা গত ১৭ মার্চ সংগঠনের মহাসচিব বিজয় শর্মা সভাপতিত্বে রিমন মুহুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এষ্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের সভাপতি মহষী পন্ডিত অধ্যক্ষ ননী গোপাল আচার্য। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মহাসচিব জ্যোতিষ ভাস্কর, ড. শ্রীরাম আচার্য্য। বক্তব্য রাখেন মিন্টু শর্মা, প্রিয়মোহন কাছারী, জয়রাজ আচার্য্য, চন্দরাজ আচার্য্য, জে কে শর্মা, কানুরাম শর্মা, অতিন্দ্রীয় আচার্য্য তীর্থ, কৃষ্ণ মণি আচার্য্য, রিটু আচার্য্য বাধন প্রমুখ। আলোচনা সভা শেষে মহষী পন্ডিত অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য ৭২ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। বিজ্ঞপ্তি

মানবাধিকার কাউন্সিলের বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ বিতরণ

মানবাধিকার কাউন্সিল (ইঐজঈখ) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ বিতরণ অনুষ্ঠান গত ১৬ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, নুর-ই-আকবর চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসাইন, আবছার উদ্দিন অলি, তাসলিমা আক্তার বাধন, অরুপ বড়ুয়া, সাইকা পারভীন মিলি, মিজানুর রহমান, মো. ইসহাক, অদিতি ইয়াসমিন, শাহ আলম, মোহাম্মদ ইসমাইল, তানজিদ ইকবাল প্রমুখ। বিজ্ঞপ্তি

শাহ্ মালেকীয়া যুব
কমিটির মানববন্ধন

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ৪৯ জন মুসলিম হত্যার প্রতিবাদে শাহ্ মালেকীয়া যুব কমিটি কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে গত ১৬ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কায়ছার উদ্দিন আল মালেকী, মহিউদ্দিন ছগির, মাহবুবুর রহমান সুজন, নুর উদ্দিন ফয়সাল, তানিম, নয়ন, ফারজানুল ইসলাম ইমন, বোরহান উদ্দিন, আনসার উদ্দিন, নাসির ইমরান, মো. জাহেদ, মো.সিফাত, মো. আতিক, তানিম প্রমুখ। বিজ্ঞপ্তি

গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ওরশ

গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফ মিলনায়তনে খানকাহ শরীফের ব্যবস্থাপনায় খাজা গরীবে নেওয়াজ (র.) এর বার্ষিক ওরশ শরীফ খানকাহ শরীফের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, মাওলানা সৈয়দ আবু আহমদ, মিলাদ মাহফিলে খানকাহ শরীফ পরিচালনা পর্ষদের কর্মকর্তাবৃন্দের মধ্যে এম. মাকসুদুর রহমান হাসনু, ফজলুল হক ফজু, আবদুল বাতেন, ওমর ফারুখ, মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দীকি, শামসুল আলম, শওকত হোসেন, মো. খুরশিদ আলম । বিজ্ঞপ্তি