বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে

66

বাংলাদেশের উন্নয়ন ও উৎপাদনে অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ দ্রুতগতিতে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সংমিশ্রণে উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ঘাসফুল তৃণমূল জনগোষ্টির উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরীতে এবং বাল্য বিবাহমুক্ত হাটহাজারী উপজেলা হবে রোল মডেল হবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা। সরকার বাল্যবিবাহের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করবে।
মেয়েরা শিক্ষা এবং উন্নয়নে সম্পৃক্ত হতে অভিভাবকদের এগিয়ে আসার আহবান। গত ৩ ফেব্রুয়ারি ঘাসফুলের আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ছাদেকনগর এলাকায় সমৃদ্ধি কর্মসূচি উন্নয়ন মেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফ’র চেয়ারম্যান প্রখ্যাত অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। ঘাসফুল নির্বাহী কমিটির সভাপতি ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুলের প্রাধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী। এতে সম্মানীয় অতিথি ছিলেন সাবেক মূখ্য সচিব ও পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ’র বোর্ড মেম্বার ও ঘাসফুল নির্বাহী পরিষদের সদস্য পারভীন মাহমুদ এফসিএ, চৌধুরী মুহাম্মদ মহসিন, পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন, মো. ফজলুল কাদের, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান। উন্নয়ন মেলায় বিশেষ আর্কষন হিসেবে সাউথইন্ট ব্যাংক কর্তৃক পরিচালিত মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রদর্শন, হৃদরোগ বিষয়ক চিকিৎসাসেবা, মা ও শিশুরোগ বিষয়ক চিকিৎসাসেবা, ফিজিওথেরাপি বিষয়ক পরামর্শ ও চিকিৎসাসেবা, ডায়াবেটিকস চিকিৎসা ও পরামর্শ বিষয়ক স্টল, চক্ষু চিকিৎসা ও পরামর্শ প্রদান, বøাড গ্রæফিং, চঅঈঊ প্রকল্পের কার্যক্রম প্রদর্শন, উদ্যোক্তা ঋণী সদস্যদের পিঠা স্টল (বিক্রয় ও প্রদর্শন), উদ্যোক্তা ঋণী সদস্যদের মাশরুম চাষ (বিক্রয় ও প্রদর্শন), উদ্যোক্তা ঋণী সদস্যদের কোয়েল ও টার্কি চাষ (বিক্রয় ও প্রদর্শন), প্রবীণ ও যুব কর্ণার, সমৃদ্ধি বাড়ী কর্তৃক উৎপাদিত ভার্মি কম্পোস্ট (বিক্রয় ও প্রদর্শন), সখিপ্যাড স্টল (বিক্রয় ও প্রদর্শন)। এছাড়াও ভিক্ষুক পুনর্বাসন (২ জন) এক লক্ষ টাকা চেক প্রদান, সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তা কেন্দ্রে ২০১৮ সালে উত্তীর্ণ ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী মেধাবি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, সমৃদ্ধি কর্মসূচির ক্রীড়া ও সাংস্কৃৃতিক কার্যক্রমের আওতায় যুবকদের পুরস্কার প্রদান, প্রবীণ ভাতা প্রদান, ৬২ জন প্রবীণকে বিষেশ সহায়তা প্রদান (লাঠি, ছাতা, কম্বল, হুইল চেয়ার, কমোড চেয়ার প্রদান), শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা পুরস্কার। শেষে হীড বাংলাদেশ সাংস্কৃতিক দলের সহযোগিতায় একটি মনোজ্ঞ পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।