বাংলাদেশ-আয়ারল্যান্ড নিয়মরক্ষার ম্যাচ আজ

38

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ১০ পয়েন্ট নিয়ে টাইগাররা ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। মাশরাফিরা এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশের দুইটি জয়ই এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে আজ বুধবার স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটা ৪৫ মিনিটে। ফাইনালের জন্য দুইটি দল নির্ধারিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। গত ৯ মে বৃষ্টির কারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়।
আয়ারল্যান্ড বিশ্বকাপে অংশ নিবে না। কিন্তু বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের জন্য এই সিরিজটি মূলত বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজ। বিশ্বকাপের আগে গত ৭ ও ১৩ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে দুইটি জয় তুলে নিয়েছে তা অসাধারণ। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা ভারো করতে পারছিলেন না। কিন্তু গত দুই ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানরাই ম্যাচ জিতিয়েছেন।
বাংলাদেশে এখন তীব্র গরম পড়লেও আয়ারল্যান্ডে এখন শীতকাল। সেখানে সকালবেলা তাপমাত্রা থাকে প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস। সুতরাং, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাই বড় চ্যালেঞ্জ। তবে, এমন কন্ডিশনেও বাংলাদেশের শুরুটা হয়েছে আশাব্যঞ্জক।
বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এই সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেয়ার জন্য মাশরাফিদের সামনে এটাই শেষ সুযোগ। তাছাড়া এই সিরিজে যদি টাইগাররা চ্যাম্পিয়ন হয়ে বা ভালো কিছু করে বিশ্বকাপ মঞ্চে যেতে পারে তাহলে খেলোয়াড়দের আত্মবিশ্বাসও থাকবে তুঙ্গে।