বাংলাদেশের হাই-টেক পার্কে বিনিয়োগ করবে ভারত

28

বাংলাদেশের হাই-টেক পার্কগুলোতে নানা খাতে ভারত বিনিয়োগ করবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি পার্কে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় উপস্থিত ছিলেন। হাই-টেক পার্কের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় রিভা গাঙ্গুলি বাংলাদেশের আইটি খাতের উন্নয়নে ভারতের অংশগ্রহণের চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, ‘দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার অর্থায়ন করছে। অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশে তাদের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে বলে আশা করছি।’ বার্তা সংস্থার খবর