বাংলাদেশের হকিতে নতুন দিনের সূচনা

25

নারী দল গঠনের মাধ্যমে বাংলাদেশের হকিতে নতুন দিগন্তের সুচনা হলো। প্রথমবারের মত বাংলাদেশের নারী হকি দল আন্তর্জাতিক কোন আসরে অংশ নিচ্ছে। সিঙ্গাপুরে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এয়ার এশিয়া উইমেন্স জুনিয়র (অনূর্ধ্ব-২১) এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট।
আসরে বাংলাদেশ বয়স ভিত্তিক জাতীয় নারী দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর, হংকং চায়না, শ্রীলঙ্কা, চায়নিজ তাইপে ও উজবেকিস্তান। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ নারী দল। রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ সিঙ্গাপুর।
টুর্নামেন্ট খেলতে ৪ সেপ্টেম্বর ভোরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পৌঁছানোর পর টুর্নামেন্টের আগ পর্যন্ত এই চারদিনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছে রয়েছে তাদের।
এয়ার এশিয়া উইমেন্স জুনিয়র (অনূর্ধ্ব-২১) এএইচএফ কাপকে সামনে রেখে গতকাল ১৮ সদস্যের জাতীয় মহিলা হকি দল ঘোষনা করেন ফেডারেশেনের সাধারণ সম্পাদক কে এম মোমিনুল হক সাঈদ।
প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব পেয়ে আনন্দে উদ্দেলিত রিতু খানম।