বাংলাদেশের সঙ্গে গোপন চুক্তি করেছে পাকিস্তান : শোয়েব

117

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সফর হবে তিন ধাপে। কিন্তু এই সফরে রাজি করাতে গিয়ে বাংলাদেশের সঙ্গে গোপন চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এমনটাই দাবি করেছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় শোয়েব আখতার দাবি করেছেন, বাংলাদেশের সফর নিশ্চিতের জন্য এশিয়া কাপ আয়োজনের সুযোগ হাতছাড়া করেছে পাকিস্তান। আর এখন এশিয়া কাপের আয়োজন হতে যাচ্ছে বাংলাদেশ!
শোয়েব আখতারের মন্তব্য এমন সময়ে এলো যখন কিনা তিন ধাপে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে পিসিবি’র সঙ্গে সমঝোতায় রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ মনে করেন, এমন সিদ্ধান্তের পেছনে গোপন আলোচনা দায়ী। শুধু তাই না, তার মতে বিসিবি কোনো ‘অদৃশ্য’ চাপে পড়েই এমন সিদ্ধান্ত নিয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ জানুয়ারি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ২৭ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ হবে লাহোরে। এরপর ৭-১১ ফেব্রæয়ারি রাওয়ালপিন্ডিতে হবে একমাত্র টেস্ট। তৃতীয় ধাপে ৩ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে একমাত্র ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল মাঠে গড়াবে শেষ টেস্ট ম্যাচ।