বাঁশখালী ফাউন্ডেশনের বৃত্তিপ্রদান অনুষ্ঠিত

107

বাঁশখালীর উপজেলা ভিত্তিক সংগঠন বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম এর ২৯তম মেধাবৃত্তি পরীক্ষা যথারীতি গতকাল ২১ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর ২৮তম মেধাবৃত্তি প্রাপ্তদের বৃত্তিপ্রদান অনুষ্ঠান ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি সমন্বয়কারী অধ্যাপক নিয়াজ মোহাম্মদ হিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডা. আবু ইউসুফ চৌধুরী ও প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সচিব জামাল মোস্তফা চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন এবং উপজেলা শিক্ষা অফিসার মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন। সংগঠনের সামগ্রিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ ফয়জুল হক। উপস্থিত অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুরুল কাদের। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মন্দিরা দাশ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম এর সুষ্ঠুভাবে মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণের প্রশংসা করে বলেন, বাঁশখালী ফাউন্ডেশন বাঁশখালীর সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এ মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিক জীবন গঠনে প্রেরণা হবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ অতিথির বক্তব্যে জামাল মোস্তফা চৌধুরী বলেন, কোমলমতি শিশুদের মেধা বিকাশ সহ সমগ্র বাঁশখালীর ইতিহাস ঐতিহ্য রক্ষায় বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের অবদান অনস্বীকার্য, এ ধারা অব্যাহত রাখা জরুরি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল কাদের, আশেক এলাহী, আব্দুল মাবুদ, কুতুবউদ্দিন হাসান নূরী, সুজন বড়ুয়া, মোহাম্মদ হোসাইন সিকদার, রাজীব কুমার দাশ, ফেরদৌস আক্তার, মো. শাহবুদ্দীন, কাজী শাহরিয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি