বাঁশখালী থানার ফেসবুক পেজ হ্যাক, টাকা দাবি

46

‘ইমার্জেন্সি দুই হাজার টাকা বিকাশ করার কোন ব্যবস্থা আছে? টাকা রাত ৮টায় পাঠিয়ে দিব।’ বাঁশখালী থানার ফেসবুক ফ্যানপেজ হ্যাক করে এভাবেই টাকা দাবি করে বিভিন্নজনকে ম্যাসেজ পাঠিয়েছেন হ্যাকাররা। বিষয়টি জানতে পেরে গত শুক্রবার রাত ৯টায় ফেসবুক পেজে থানার পক্ষ থেকে একটি সতর্কতামূলক বার্তা দেয়া হয়েছে।
বাঁশখালী থানার ফেসবুকের ফ্যানপেজের এ বার্তায় লেখা হয়েছে, ‘বাঁশখালী থানার ফেসবুক আইডি ‘বাঁশখালী থানা’ কে বা কাহারা হ্যাক করেছে। হ্যাকার/হ্যাকাররা ফেসবুক আইডির ফ্রেন্ডলিস্টে থাকা সকলের নিকট টাকা চেয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক বার্তা পাঠাচ্ছে। তাই থানার কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হইল।’ বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পূর্বদেশকে বলেন, একজন সাংবাদিক জানালো এভাবে টাকা চাওয়া হয়েছে। আমরা দেখছি সব ঠিক আছে। আসলে বিষয়টি টেকনিক্যাল কোন সমস্যা কিনা দেখছি। হাত বদলে কেউ এমন করেছে কিনা তাও খোঁজ নিচ্ছি। এমন ম্যাসেজে কেউ যাতে বিভ্রান্ত না হয় সেজন্য পোস্ট দিয়েছি।