বাঁশখালীর শীতার্তদের পাশে তাজকিয়া

79

আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন তাজকিয়া”র উদ্যোগে গত বুধবার প্রাণ প্রতিম মুর্শিদ রাহবারে আলম মাইজভান্ডার শরীফের গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.)’র খোশরোজ উপলক্ষে সুন্দর বন্দনা দিবস ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি তাজকিয়ার কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আরেফিন রিয়াদের সভাপতিত্বে বাঁশখালী উপজেলার রায়সাখা ইউনিয়নের রজবীয়া সিদ্দিকী সুন্নিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও অন্যান্য কাপড় সামগ্রী বিতরণ করা হয়। তাজকিয়া হাটহাজারী জোনের আহবায়ক ফয়েজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরান তিলাওয়াত করেন তাজকিয়া মহানগর জোনের যুগ্ম সচিব সাদ ইবনে আলম, স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোনের ও শীতবস্ত্র বিতরন আয়োজক কমিটির আহবায়ক কাজী ইরফানুল হক বায়েজিদ, বক্তব্য রাখেন তাজকিয়ার কেন্দ্রিয় যুগ্ম-সম্পাদক আবু সালেহ সুমন। এতে অতিথি ছিলেন রজবীয়া সিদ্দিকী সুন্নিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামছুল ইসলাম হেলালী, সহকারী শিক্ষক তৌহিদ বিন মোস্তফা, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাঁশখালীর সমন্বয়ক শহিদুল ইসলাম। অতিথিরা বলেন “স¤প্রদায়িকতা স¤প্রীতি ঊর্ধ্বে থেকে মানবতার কল্যাণে কাজ করায় হল সকল ধর্মের সারকথা”। এতে আরো উপস্থিত ছিলেন তাজকিয়ার অর্থ ও দপ্তর সম্পাদক মো.সাজ্জাদ হোসেন, হাটহাজারী জোনের ও শীতবস্ত্র বিতরণ আয়োজক কমিটির সচিব আবিদুল ইসলাম, মহানগর জোনের যুগ্ম আহবায়ক মনসুর আলি, সদস্য সৈয়দ সাদ উদ্দিন রানা, চন্দনাইশ জোনের আহবায়ক এবিএম মাসূদ, বোয়ালখালী জোনের কোষাধ্যক্ষ মো.শয়ন, সদস্য মো.বেলাল হোসেন, রাউজান জোনের আহবায়ক মো.মিল্লাত, শুভাকাঙ্খী মোস্তাফিজুর রহমান, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাহারছড়া শাখার সহ-সভাপতি ডা.সীভু কুমার সুশীল, সম্পাদক মো.হানিফ। খবর বিজ্ঞপ্তির